শরৎচন্দ্ৰ চৌধুরি (১৮৫৭ — ১৯২৬) বেগমপুর-শ্ৰীহট্ট। বলরাম। শিক্ষাব্ৰতী, সাহিত্যিক ও সাধক। পুটীয়া হাইস্কুলের প্রধানশিক্ষক থাকা কালে ১৮৮৪ খ্রী. ইংরাজীতে বি.এ. পাশ করেন। ১৮৯৩ খ্রী. হুগলীর হরিপালে ইংরেজীর শিক্ষক হয়ে আসেন। ১৮৯৯ খ্রী. শ্ৰীহট্টের মৌলভীবাজার হাইস্কুলের প্ৰধানশিক্ষক ছিলেন। ‘দেবীযুদ্ধ’ গ্ৰন্থপ্রণেতা হিসাবে তিনি বিশেষ খ্যাত। সরকার একবার বইটিকে বাজেয়াপ্তও করে। তাঁর সম্পাদিত ‘বৰ্ণশিক্ষা প্ৰণালী’ এবং ‘শিক্ষা পরিচয়’ আসামে বাংলা পাঠ্য ছিল। পরবর্তী কালে সাধক-জীবন যাপন করতেন। ১৯০৯ খ্রী. সুরমা উপত্যকা রাষ্ট্রীয় সম্মেলনের বিশেষ আমন্ত্রিত অতিথি শ্ৰীঅরবিন্দকে ইনিই প্ৰথমে ‘যোগীরাজ ঋষি’ বলে সম্বোধন করেন। তিনি ঐ সভার সভাপতি ছিলেন। শ্ৰীঅরবিন্দ তাকে ‘গৃহী সন্ন্যাসী’ আখ্যা দেন। কাশীতে ‘বিশ্বহিতকর’ যজ্ঞ করেছিলেন।
পূর্ববর্তী:
« শরৎচন্দ্ৰ ঘোষ
« শরৎচন্দ্ৰ ঘোষ
পরবর্তী:
শরৎচন্দ্ৰ বসু »
শরৎচন্দ্ৰ বসু »
Leave a Reply