শরৎচন্দ্র গুহ (৯-৫-১৮৭২ –- ১৯৫৩?) জাগুয়া—বরিশাল। মণিচন্দ্ৰ। অশ্বিনীকুমার-প্রতিষ্ঠিত ব্ৰজমোহন স্কুলের প্রথম বছরের ছাত্র। ১৮৯৪ খ্রী. কলিকাতা ডাফ কলেজ থেকে ইংরেজীতে অনার্সসহ বি.এ. এবং ১৮৯৫ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় স্থান অধিকার করে ইংরেজীতে এম.এ. পাশ করেন। ১৮৯৭ খ্রী. রিপন কলেজ থেকে বি.এল. পাশ করে বরিশালে ওকালতি শুরু করেন এবং কিছুদিনের মধ্যেই অন্যতম প্রধান উকিল হয়ে ওঠেন। বরিশালের বহু। প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং নেতা অশ্বিনীকুমারের বহু কাজের সঙ্গী ছিলেন। রাজনীতিতে কোন দলভুক্ত ছিলেন না। ১৯৪৩ খ্রী. থেকে হিন্দু মহাসভায় যোগ দেন। শিক্ষাবিস্তারের জন্য বহু পরিশ্রম করেন। ১৯২৯–৫৩ খ্রী. বরিশাল সদর স্কুলের সম্পাদক ছিলেন। ভারতীয়দের উচ্চ কারিগরী বিদ্যা শিক্ষাদানের উদ্দেশ্যে বিদেশে প্রেরণের জন্য যে প্রতিষ্ঠান গঠিত হয়। তিনি তার বরিশাল শাখার সম্পাদক হয়ে ১৯০৪ খ্ৰী. যতীন্দ্রনাথ দাশগুপ্ত ও গোপালচন্দ্ৰ সেনগুপ্তকে বিলাত প্রেরণ করেন। ১৯১৭–৪২ খ্রী. বি-এম. কলেজ কাউন্সিলে অভিভাবক-প্রতিনিধি ছিলেন। ১৯৫০ খ্রী. বরিশাল সাম্প্রদায়িক দাঙ্গা-দুর্গতদের সাহায্যে অগ্ৰণী ছিলেন।
পূর্ববর্তী:
« শরৎকুমারী চৌধুরাণী
« শরৎকুমারী চৌধুরাণী
পরবর্তী:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় »
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় »
Leave a Reply