শরৎকুমারী চৌধুরাণী (১৫-৭-১৮৬১ –- ১১-৪-১৯২০)। মাতুলালয় চাণক (ব্যারাকপুর)-চব্বিশ পরগনায় জন্ম। শশিভূষণ বসু। লাহোরে পিতারকাছে গিয়ে ৩ বছর বয়সে স্থানীয় বঙ্গবিদ্যালয়ে এবং ৬ বছর বয়সে লাহোর ইউরোপীয়ান স্কুলে শিক্ষাপ্রাপ্ত হন। ১২-৩-১৮৭১ খ্রী. অক্ষয়চন্দ্ৰ চৌধুরীর সঙ্গে তাঁর বিবাহ হয়। স্বামী-স্ত্রী উভয়েরই ঠাকুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। রবীন্দ্রনাথ তাকে ‘লাহোরিণী’ বলে উল্লেখ করতেন। ‘ভারতী’র সম্পাদকীয় চক্রে উভয়েই উৎসাহী সভ্য এবং মাতৃভাষার পরম অনুরাগী ছিলেন। ‘ভারতী’, ‘ভারতী ও বালক’, ‘সাধনা’, ‘ভাণ্ডার’, ‘বঙ্গদর্শন’, ‘মানসী’, ‘ধ্রুব’, ‘সবুজপত্র’, ‘মানসী ও মর্মবাণী’, ‘বিশ্বভারতী’ প্ৰভৃতি পত্রিকায় তাঁর স্বাক্ষরহীন বহু রচনা প্রকাশিত হয়েছে। একমাত্র ‘শুভবিবাহ’ (১৯০৬) ছাড়া কোন রচনাই পুস্তকাকারে প্রকাশিত হয় নি। এই রচনাটি সম্পর্কে বঙ্গদর্শনে রবীন্দ্রনাথ একটি বিস্তৃত সমালোচনা করে বলেন—‘…রোমান্টিক উপন্যাস বাংলা-সাহিত্যে আছে, কিন্তু বাস্তব চিত্রের অত্যন্ত অভাব, এজন্যও এই গ্ৰন্থকে আমরা সাহিত্যের একটি বিশেষ লাভ বলিয়া গণ্য করিলাম।’
পূর্ববর্তী:
« শরৎকুমার রায়, কুমার
« শরৎকুমার রায়, কুমার
পরবর্তী:
শরৎচন্দ্র গুহ »
শরৎচন্দ্র গুহ »
Leave a Reply