শরৎকুমার রায়, কুমার (১৮৭৮ –- ২-৬-১৯৩৫) তারপাশা-বরিশাল। হরকুমার। দীঘাপাতিয়ার জমিদারবংশে জন্ম। এম.এ. পাশ করে শান্তিনিকেতনে কিছুকাল শিক্ষকতা করেন। ১৯১০ খ্ৰী. প্রতিষ্ঠিত ‘বরেন্দ্ৰ অনুসন্ধান সমিতি’র প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন। ‘হিতিবাদী’, ‘সন্ধ্যা’, ‘নবশক্তি’ প্রভৃতি পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। রচিত গ্রন্থের সংখ্যা ৯ টি। উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘বুদ্ধের জীবন ও বাণী’, ‘শিবাজী ও মারাঠা জাতি’, ‘শিখগুরু ও শিখজাতি’, ‘মহাত্মা অশ্বিনীকুমার’, ‘মোহনলাল’ প্রভৃতি। তাঁর ভগিনী ইন্দুপ্ৰভা দেবী ‘কাননিক’ ও ‘শেফালিকা’ কাব্যগ্রন্থের রচয়িতা।
পূর্ববর্তী:
« শরৎকুমার মল্লিক
« শরৎকুমার মল্লিক
পরবর্তী:
শরৎকুমারী চৌধুরাণী »
শরৎকুমারী চৌধুরাণী »
Leave a Reply