শরৎকুমার আচাৰ্য (? — ১০-৬-১৯৮৩) বগুড়া। ছাত্রজীবনে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ খ্রী. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্ৰহণ করেন। ১৯৭৭ খ্রী. ‘শত্রুসম্পত্তি দখল’-এর নামে বাংলাদেশে সংখ্যালঘুদের সম্পত্তি ও মর্যাদার ওপরে হামলা শুরু হলে কলিকাতায় চলে এসে আইনানুগ সমীক্ষা, বিশ্লেষণ ও প্রচারের মাধ্যমে তিনি সমস্যাটির গুরুত্ব দুই দেশের সরকারকেই অবহিত করান। নববিধান ব্ৰাহ্মসমাজের সক্রিয় সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« শরিয়তুল্লা
« শরিয়তুল্লা
পরবর্তী:
শরৎকুমার ঘোষ, পুরুষোত্তমানন্দ অবধূত »
শরৎকুমার ঘোষ, পুরুষোত্তমানন্দ অবধূত »
Leave a Reply