শরচ্চন্দ্ৰ শাস্ত্রী (১৮৬২ –- ১৯১৫?) নবদ্বীপ। জ্যোতিষ শাস্ত্ৰজ্ঞ পীতাম্বর বিদ্যাবাগীশ। কৈলাসচন্দ্ৰ তর্করত্নের ও কৃষ্ণকান্ত শিরোরত্নের চতুষ্পাঠীতে, বেনারস কলেজের সংস্কৃত বিভাগে এবং যদুনাথ বিদ্যারত্নের চতুষ্পাঠীতে শিক্ষালাভ করেন। তারপর কলিকাতা সংস্কৃত কলেজের ব্যাকরণ, কাব্য ও অলঙ্কার শাস্ত্রের উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্থিক অসচ্ছলতার, জন্য রাজশাহীতে এক ইংরেজী বিদ্যালয়ে পণ্ডিতের কাজ করেন। পরে কলিকাতা সিটি কলেজিয়েট স্কুলের প্রধান পণ্ডিতের পদ গ্ৰহণ করেন। দাৰ্জিলিং হাই স্কুল, ব্ৰাহ্ম বালিকা শিক্ষালয় ও কলিকাতা ট্রেনিং স্কুলে শিক্ষকতা করেন। সংস্কৃত ও বাংলা কবিতা রচনায় পারদর্শী ছিলেন এবং বহু পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধাদি প্ৰকাশিত হয়েছে। রচিত বাংলা গ্ৰন্থ : ‘দক্ষিণাপথ ভ্ৰমণ’ ও ‘শঙ্করাচাৰ্য চরিত’। তিনি গভর্নমেন্টের উদ্যোগে তিব্বতী-সংস্কৃত-ইংরেজী অভিধান প্রণয়নের সময় রায়বাহাদুর শরচ্চন্দ্ৰ দাশের সহকারিরূপে চন্দ্ৰকীর্তির বৃত্তির সঙ্গে নাগাৰ্জনকৃত মাধ্যমিক সূত্র ও করুণা পুণ্ডরীককৃত কতিপয় গ্রন্থের সম্পাদনা-কাৰ্য প্রশংসার সঙ্গে সমাপ্ত করেন। কলিকাতার অ্যাটর্নি গণেশচন্দ্ৰ চন্দ্ৰ, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, শেলি ব্যানার্জী প্রমুখ বহু সম্রান্ত ব্যক্তি তাঁর কাছে সংস্কৃত পড়েছেন। বিশ্বম্ভর জ্যোতিষার্ণব ও মহামহোপাধ্যায় সতীশচন্দ্ৰ বিদ্যাভূষণ তাঁর ভ্রাতৃদ্বয়।
পূর্ববর্তী:
« শরচ্চন্দ্ৰ দেব
« শরচ্চন্দ্ৰ দেব
পরবর্তী:
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় »
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply