শরচ্চন্দ্ৰ দেব (১৬-১০-১৮৫৮ — ?) হরিনাভি–চব্বিশ পরগনা। নন্দলাল। হরিনাভি ইংরেজী বিদ্যালয়, মেট্রোপলিটান কলেজ ও সংস্কৃত কলেজে কিছুদিন পড়ে তারানাথ তর্কবাচস্পতির কাছে সংস্কৃত বিদ্যামন্দিরে মুগ্ধবোধ ব্যাকরণ শেখেন। কালিদাস পালের কাছে ড্রয়িং শিক্ষা, শুরু করে ১২৯৪ ব. গভর্নমেন্ট আর্ট স্কুলে ভর্তি হয়ে ৭ বছর শিক্ষালাভ করেন। ১৩০১ ব. ঢাকার নীলকান্ত ভট্টাচার্যের কাছে জ্যোতিষশাস্ত্ৰ অধ্যয়ন করে ‘জ্যোতির্বিশারদ’ এবং ১৩০২ ব. ঢাকার মহেন্দ্ৰ নারায়ণ ভাবসাগরের কাছে কবিরাজী শিক্ষা করে ‘কবিরত্ন’ উপাধি পান। ফোটোগ্রাফিও জানতেন। নিজ গ্রাম হরিনাভিতে তিনি সাহিত্য উৎসাহিনী সভা ও একটি পুস্তকালয় এবং ব্যায়ামশালা প্রতিষ্ঠা করেন। রাজকৃষ্ণ রায়ের যত্নে ও সহায়তায় ‘ভারতকোষ’ পত্রিকা প্ৰকাশ করেন (১২৯৯ ব)। স্বরচিত অনেকগুলি নাটক ও প্রহসনের অভিনয় কাজের জন্য তিনি রাজকৃষ্ণ রায়ের সঙ্গে বিভিন্ন স্থানে ভ্ৰমণ করেন। ঢাকা কলেজের ড্রয়িং শিক্ষক ও পরে কলিকাতার গভর্নমেন্ট নর্ম্যাল স্কুলের ড্রয়িং শিক্ষক ছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর রচিত ‘কনকলতা’ (উপন্যাস), ‘কলিকাতার ইতিহাস’, ‘রামচরিত’, ‘পাণ্ডবচরিত’, ‘চিত্রবিদ্যা’ ও বহু প্ৰবন্ধ প্ৰকাশিত হয়েছে। তিনি গুরু-দত্ত উপদেশসকল সঙ্কলনপূর্বক পরাশরীয় ‘জ্যোতিষকল্পতরু’ গ্রন্থ রচনা করেন এবং ‘জ্যোতিবিদ’ পত্রে ‘জ্যোতিষতত্ত্ব’ লিখতেন।
পূর্ববর্তী:
« শরচ্চন্দ্ৰ দাশ, রায়বাহাদুর
« শরচ্চন্দ্ৰ দাশ, রায়বাহাদুর
পরবর্তী:
শরচ্চন্দ্ৰ শাস্ত্রী »
শরচ্চন্দ্ৰ শাস্ত্রী »
Leave a Reply