শদ্ভুচন্দ্ৰ শেঠ (? –- ১৮৮৩?) চন্দননগর-হুগলী। রাধামোহন। সামান্য লেখাপড়া শিখে ১ হাজার টাকা মূলধন নিয়ে বড়বাজারে লোহার দোকান খোলেন। এ দোকানই পরে ‘শেঠ অ্যান্ড সন্স’ নামে পরিচিত হয় এবং লোহা ও ইস্পাতের ব্যবসায়ে শীর্ষস্থান অধিকার করে। ভারতের বাইরে বেলজিয়ম, জার্মানী, ইংল্যান্ড প্রভৃতি দেশের সঙ্গেও এই প্ৰতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ছিল। তিনিই পাশ্চাত্য দেশের সঙ্গে লোহা এবং ইস্পাত আমদানী ব্যবসায় স্থাপন করে আন্তর্জাতিক ব্যবসায়ের পথ প্ৰদৰ্শন করেন।
পূর্ববর্তী:
« শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
« শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
পরবর্তী:
শম্ভুনাথ পণ্ডিত »
শম্ভুনাথ পণ্ডিত »
Leave a Reply