শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় (৮-৫-১৮৩৯ – ৭-২-১৮৯৪) বরাহনগর-চব্বিশ পরগনা।। মথুরামোহন। কলিকাতার ওরিয়েন্টাল সেমিনারী ও হিন্দু মেট্রোপলিটান কলেজের ছাত্র। কলেজে থাকা কালে বন্ধু কৃষ্ণদাস পালের সহযোগিতায় ‘ক্যালকাটা মান্থলি ম্যাগাজিন’ পত্রিকা প্রকাশ করেন। এরপর ‘দি মনিং ক্রনিকল’ এবং ‘দি হিন্দু ইন্টেলিজেন্সার’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। কলেজের ছাত্রাবস্থায় ১৮৫৭ খ্রী. সিপাহী বিদ্রোহ সম্পর্কে তাঁর রচনা ঐ বছরেই প্ৰথমে লন্ডনে এবং পরে কলিকাতায় প্রকাশিত হয়। মাত্র ১৮ বছর বয়সে রচিত এই পুস্তিকা ‘The Mutinies and the People’ তাঁর রাজনৈতিক জ্ঞানের পরিচায়ক। ১৮৫৮ খ্ৰী. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথমে সহকারী ও পরে সম্পাদক হন। ফেব্রুয়ারী ১৮৬১ শ্ৰী ‘মুখার্জীস ম্যাগাজিন’ নামে বিখ্যাত পত্রিকা প্ৰকাশ করে সংবাদ জগতে প্ৰসিদ্ধি অর্জন করেন। দেওয়ানী ও ফৌজদারী উভয় আইনে অসাধারণ দক্ষতার জন্য বহুবার তাঁকে প্রিয় সাংবাদিকতা ছেড়ে দেশীয় ভূম্যধিকারীদের মন্ত্রণাদাতার কাজ করতে হয়েছে। ১৮৬৪ খ্রী. মুর্শিদাবাদের নবাব নাজিমের দেওয়ান, ১৮৬৮ খ্রী. কাশীপুরের রাজার সেক্রেটারী এবং ১৮৬৯ খ্রী. রামপুরের নবাবের সেক্রেটারী নিযুক্ত ছিলেন। ১৮৭৭ খী. ত্রিপুরা মহারাজের মন্ত্রী হন। ১৮২২ খ্রী. ‘Reis and Rayet’ নামে সাপ্তাহিক পত্রিকা প্রতিষ্ঠা করে আমরণ পরিচালনা করেন। লক্ষ্ণৌয়ের ‘তালুকদারস অ্যাসোসিয়েশনে’র সেক্রেটারী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং একজন প্ৰথম শ্রেণীর অবৈতনিক ম্যাজিষ্ট্রেট ছিলেন। ১৮৭৫ খ্রী. বিশিষ্ট নেতৃবর্গের উদ্যোগে ‘ইন্ডিয়ান লীগ’ প্রতিষ্ঠিত হলে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। উমেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় এবং অ্যালান অক্টাভিয়স হিউম তাঁর রাজনৈতিক জ্ঞানের জন্য তাকে ‘গুরুজী’ বলে সম্বোধন করতেন। জীবনের শেষভাগে ব্রিটিশ ন্যায়বিচারে শ্রদ্ধা হারিয়ে ছিলেন ব’লে স্টুয়ার্ট বেইলী নামে বাঙলার লাট কর্তৃক সরকারী উপাধি দানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনিই একমাত্র হিন্দু নেতা যিনি অসাম্প্রদায়িক মনোভাবের জন্য ১৮৭৭ খ্রী. রুশ-তুর্কী যুদ্ধকালে মুসলমান নেতাদের সঙ্গে নবাব আব্দুল লতিফ বাহাদুরের সভাপতিত্বে প্রকাশ্য সভা করেন। তিনি আমেরিকান ইউনিভার্সিটি থেকে হোমিওপ্যাথিতে ‘এমডি’ উপাধি পেয়েছিলেন। বঙ্গীয় সিভিলিয়ান স্ক্রীন সাহেব ‘An Indian Journalist’ নামে শম্ভুচন্দ্রের একটি জীবনচরিত রচনা করেছেন। তাঁর রচিত গ্রন্থ: ‘On the Causes of the Mutiny’, ‘Mr. Wilson, Lord Canning and the income Tax’, ‘The Career of an Indian Princess’, ‘The Prince in India and to lndia’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« শম্ভু মুখোপাধ্যায়
« শম্ভু মুখোপাধ্যায়
পরবর্তী:
শম্ভুচন্দ্ৰ শেঠ »
শম্ভুচন্দ্ৰ শেঠ »
Leave a Reply