শচীন্দ্ৰনাথ মুখোপাধ্যায় (৮-৪-১৮৭৯ — ১২-১-১৯৩৮) হালিশহর-চব্বিশ পরগনা। তিনকড়ি। প্ৰখ্যাত সাংবাদিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রথম যুগের একজন নেতা। ইংরাজীতে অনার্স নিয়ে প্রেসিডেন্সী কলেজ থেকে ১৮৯৮ খ্রী. বি.এ. ও পরে বি.এল. পাশ করেন। কর্মজীবন শুরু ওকালতি দিয়ে। পরে শিক্ষকতা করেছেন। ১৯০৬-০৭ খ্রী. দেওঘর হাইস্কুলের এবং ১৯১১ খ্রী. থেকে কয়েক বছর নেবুতলাস্থিত তৎকালীন ক্যালকাটা হাইস্কুলের প্ৰধানশিক্ষক ছিলেন। অল্পবয়স থেকেই সাংবাদিকতার চৰ্চা করেন। ইন্ডিয়ান মিরর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেঙ্গল মিনিস্টারিয়ালিস্ট অফিসারস অ্যাসোসিয়েশনের মুখপত্র ‘ব্যাকবোন’ পত্রিকা সম্পাদনা করেন। মৃণালকান্তি বসু, মহম্মদ দাউদ, কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী প্রভৃতির সঙ্গে বিভিন্ন ট্রেড ইউনিয়নের উপদেষ্টা ও বিপিনচন্দ্ৰ পালের Culture wage নীতির প্রধান ব্যাখ্যাতা ছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে ১৯২৭ খ্রী. থেকে কয়েক বছর কলিকাতা কর্পোরেশনের কাউন্সিলার নির্বাচিত হন। রিপন কলেজে আইনের অধ্যাপক ছিলেন। কলেজে বক্তৃতা দানকালে মৃত্যু।
পূর্ববর্তী:
« শচীন্দ্রলাল করাগুপ্ত
« শচীন্দ্রলাল করাগুপ্ত
পরবর্তী:
শচীন্দ্ৰনাথ সেনগুপ্ত »
শচীন্দ্ৰনাথ সেনগুপ্ত »
Leave a Reply