শচীন্দ্রনাথ মিত্ৰ (৩১-১২-১৯০৯ –- ৩-৯-১৯৪৭)। ১৯২৮ খ্রী. সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য তাঁকে কলেজ থেকে বহিষ্কৃত করা হয়। ১৯৪৩ খ্রী. প্রতিষ্ঠিত কংগ্রেস সাহিত্য সঙ্ঘের প্রধান উদ্যোক্তা ও সম্পাদক ছিলেন। সঙ্ঘের প্রযোজনায় ‘অভ্যুদয়’ নৃত্যনাট্য ১৯৪৫/৪৬ খ্ৰীষ্টাব্দে জনপ্রিয় হয়েছিল। গান্ধীবাদী শচীন্দ্রনাথ সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধের জন্য শান্তি। মিছিল বের করবার সময় গুণ্ডার ছুরিকাঘাতে মারা যান।
পূর্ববর্তী:
« শচীন্দ্রনাথ বারিক
« শচীন্দ্রনাথ বারিক
পরবর্তী:
শচীন্দ্রনাথ সান্যাল »
শচীন্দ্রনাথ সান্যাল »
Leave a Reply