শচীন্দ্রনাথ অধিকারী (৩০-৪-১৩০৪ –- ৮-৭-১৩৮৬ ব) শিলাইদহ-কুষ্টিয়া। রবীন্দ্রপ্রেমী। আইএ পাশ করে শিলাইদহের ঠাকুর পরিবারের জমিদারী কাছারিতে সদর খাজাঞ্চীর সহকারিরূপে কাজে যোগ দেন। এখানে পল্লী-প্রকৃতির মধ্যে নিতান্ত সাধারণ মানুষের সঙ্গে জমিদার রবীন্দ্রনাথকে যেমনভাবে তিনি দেখেছেন তা ফুটিয়ে তুলেছেন তাঁর লেখায়। রচিত গ্ৰন্থ: ‘সহজ মানুষ রবীন্দ্রনাথ’, ‘পল্লীর মানুষ রবীন্দ্রনাথ’, ‘কবিতীর্থের পাঁচালী’, ‘সেকালের রবীন্দ্রতীর্থ’, ‘রবীন্দ্রমানসের উৎস-সন্ধানে’, ‘রবিতীর্থ’ প্রভৃতি। নন্দলাল বসু, অঙ্কিত শিলাইদহের ছবি-সংবলিত তাঁর ‘রবীন্দ্র-স্মারক গ্রন্থটি বিশেষ উল্লেখযোগ্য। ফেব্ৰু ১৯৪৪ খ্রী. বিশ্বভারতীর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউনট্যান্টের কাজ নিয়ে শান্তিনিকেতনে এসে চার বছর সেখানে কাটান।
পূর্ববর্তী:
« শচীনন্দন দাস
« শচীনন্দন দাস
পরবর্তী:
শচীন্দ্রনাথ বারিক »
শচীন্দ্রনাথ বারিক »
Leave a Reply