শচীন মিত্র (১৫-৮-১৯০৫ –- ৮-৮-১৯৭৮) সিঙ্গিয়া–যশোহর। রামলাল। ছাত্রাবস্থায় বিপ্লবী আন্দোলনের সংস্পর্শে আসেন। ১৯২৩ খ্রী. যশোহর শহরে রাজনৈতিক কর্মী সম্মেলনে স্বেচ্ছাসেবকরূপে যোগদান করেন। ১৯২৭ খ্রী. যশোহর-খুলনার যুব সঙ্ঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিপ্লবী আন্দোলনেও তৎপর হয়ে ওঠেন। পুলিস তাঁকে গ্রেপ্তার করার জন্য দুই জেলাতেই ব্যাপক অনুসন্ধান চালিয়ে ১৯৩২ খ্রী. বন্দী করে। বিনাবিচারে প্রায় পাঁচ বছর আটক থাকেন। জেলে কমিউনিস্ট সাহিত্য পড়াশুনা করেন। জেল থেকে বেরিয়ে পার্টির সদস্য হন। পরে পার্টির সর্বক্ষণের কর্মী হিসাবে যশোহরের নড়াইল অঞ্চলে কৃষক আন্দোলন এবং সংগঠন গড়ে তোলেন। পারিবারিক ও আর্থিক কারণে ১৯৪০ খ্রী. ‘যুগান্তর’ পত্রিকায় সহ-সম্পাদকরূপে যোগ দেন। দীর্ঘ পঁচিশ বছর এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। অধুনালুপ্ত ‘ভারত’ পত্রিকার সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। অবসর গ্রহণের পর অন্যান্যদের সঙ্গে মিলে যশোহর-খুলনার প্রাক-স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনার কাজে উদ্যোগী হন।
পূর্ববর্তী:
« শচীন বসু
« শচীন বসু
পরবর্তী:
শচীনন্দন দাস »
শচীনন্দন দাস »
Leave a Reply