শচীন চৌধুরী (? — ২০-১২-১৯৬৬)। বিশিষ্ট অর্থনীতিবিদ। বোম্বাই-এ ‘ইকনমিক ও পলিটিক্যাল উইকলি’ পত্রিকার সম্পাদক ছিলেন। এই পত্রিকা প্রকাশের মাধ্যমে তিনি এদেশে একই সঙ্গে অর্থনৈতিক তত্ত্ব ও বাস্তব অর্থনৈতিক সমস্যাসংক্রান্ত বিষয়গুলির বিজ্ঞানসম্মত ভিত্তিতে আলোচনার ক্ষেত্ৰ প্ৰস্তুত করতে প্ৰয়াসী হয়েছিলেন। সাহিত্য এবং অন্যান্য বিষয়েও তাঁর যথেষ্ট পড়াশুনা এবং আগ্রহ ছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আহ্বানে তিনি সেখানে অধ্যাপনার কাজ করেন। ভারত সরকারের বোর্ড অফ ট্রেড-এ টেকনিক্যাল অ্যাডভাইসার ছিলেন। কুচবিহার রাজ্যের খ্যাতনামা দেওগান যাদবচন্দ্ৰ চক্রবর্তী তাঁর মাতামহ।
পূর্ববর্তী:
« শচীন কর
« শচীন কর
পরবর্তী:
শচীন দেববর্মন »
শচীন দেববর্মন »
Leave a Reply