শচীন কর (১৯০০ — ২৮-১-১৯৬৯) বারহাট্টা। — ময়মনসিংহ। বিশ্বভারতীর প্রথম দলের ছাত্র। দিল্লীর ইংরেজী দৈনিক হিন্দুস্তান টাইমস-এ তাঁর কর্মজীবন শুরু। পরে ইন্ডিয়ান টি বোর্ডের প্রচার বিভাগে যোগ দেন। সেখান থেকে অবসর নিয়ে (১৯৫৯) আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। ‘দেশ’ ও আনন্দবাজার পরিকার ‘রবিবাসরীয়’-তে স্বনামে হাসির গল্প লিখতেন। ‘শ্ৰী প্যাসেঞ্জার’ ছদ্মনামে দেশ পত্রিকার ‘ট্রামে বাসে’ কলামটি তাঁর লেখা।
পূর্ববর্তী:
« শচীদুলাল দাশগুপ্ত
« শচীদুলাল দাশগুপ্ত
পরবর্তী:
শচীন চৌধুরী »
শচীন চৌধুরী »
Leave a Reply