শচীদুলাল দাশগুপ্ত (১৯১২ — ৭-৪-১৯৬৬)। ১৯৩৬ খ্ৰী. কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ট্রাইপস এবং ১৯৪৩ খ্রী. মাদ্রাজ থেকে গ্রন্থাগার-বিজ্ঞানে ডিপ্লোমা লাভ করেন। ১৯৪৬ খ্রী. তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক নিযুক্ত হন। এখানে তিনি গ্রন্থাগার-বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন। ১৯৬০ খ্রী. ১৪শ বঙ্গীয় গ্রন্থাগার সম্মেলনে মূল সভাপতির দায়িত্ব পালন করেন। বহুদিন অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« শঙ্করানন্দ স্বামী (তারিণীশঙ্কর দাস)
« শঙ্করানন্দ স্বামী (তারিণীশঙ্কর দাস)
পরবর্তী:
শচীন কর »
শচীন কর »
Leave a Reply