শঙ্করনাথ রায় (১৯১১ –- ৮-১১-১৯৭৩) নবগ্রাম–ঢাকা। যোগেন্দ্রনাথ ভট্টাচার্য। প্রকৃত নাম প্রমথনাথ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ. পাশ করে কলিকাতায় কর্মজীবন শুরু করেন। ‘নবযুগ’ পত্রিকার সহ-সম্পাদক কালীপদ গুহরায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে তিনি বৃহত্তর সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে পরিচিত হন। প্ৰথম দিকে ইংরাজীতে প্ৰবন্ধ লেখায় আগ্রহী ছিলেন। পরে শঙ্করনাথ নামে তিনি ভারতের সিদ্ধসাধকের জীবন-কাহিনী বাংলায় লিখে হিমাদ্রি পত্রিকায় প্ৰকাশ করতে থাকেন। তাঁর রচিত দ্বাদশ খণ্ড ‘ভারতের সাধক’ দুই খণ্ড ‘ভারতের সাধিকা’ এবং ‘সাধুসন্তের মহাসঙ্গমে’ গ্রন্থগুলিতে যোগী, তান্ত্রিক, বৈদান্তিক, বৈষ্ণব, মরমিয়া প্রভৃতি সব শ্রেণীর সাধকদের জীবন-আলেখ্য তিনি উপস্থিত করেছেন। ১৯৬৪ খ্ৰী. তাঁকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়।
পূর্ববর্তী:
« শঙ্কর ভট্টাচার্য
« শঙ্কর ভট্টাচার্য
পরবর্তী:
শঙ্করাচাৰ্য মৈত্র »
শঙ্করাচাৰ্য মৈত্র »
Leave a Reply