শান্তশীলা পালিত (২১-৫-১২৮৯ — ৮-৫-১৩৫৮ ব.) পৈতৃক নিবাস গোদা গোবিন্দবাটি–কালনা, বর্ধমান। প্ৰসন্নকুমার বসু। স্বামী শরৎচন্দ্ৰ পালিতের মৃত্যুর পর অসহযোগ আন্দোলনে ও ‘অভয় আশ্রমে’ সংগঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। তাঁর শ্বশুরের জমিতে তিনিই প্ৰথম অভয় আশ্রম স্থাপন করতে দেন। কর্মের মাধ্যমে কুমিল্লায় জননেত্রীরূপে পরিচিত হন। সত্যাগ্ৰহ আন্দোলন পরিচালনা করে কারারুদ্ধ থাকেন। মুক্তির পরেও দেশসেবায় অবিচল থাকায় সরকার তাঁর বাড়ি দখল করে। এই সময় তিনি পুত্রদের নিয়ে বাঁকুড়ায় চলে যান। গান্ধীজীর খুব কাছের এই মানুষটি তাঁর ত্যাগ ও সংগঠন প্রতিভার জন্য বাঁকুড়াতে গোবিন্দ প্ৰসাদ সিংহের পরই শ্রদ্ধার পাত্রী ছিলেন। তাঁর পুত্ৰ পঞ্চানন কারাগারে অমানুষিক অত্যাচারে মারা যান। ডাঃ নৃপেন্দ্রনাথ বসু তাঁর ভ্রাতা।
পূর্ববর্তী:
« শান্ত রক্ষিত
« শান্ত রক্ষিত
পরবর্তী:
শান্তা দেবী »
শান্তা দেবী »
Leave a Reply