শঙ্কর চট্টোপাধ্যায় (১৯৩৩ — ৯-৬-১৯৭৬)। ‘কেন জন্ম কেন নির্যাতন’ তাঁর বিশিষ্ট কাব্যগ্রন্থ। ‘এই দশকের কবিতা’ নামে তিনি পঞ্চাশের দশকের কবিদের-কবিতা-সংকলন গ্ৰন্থটি সম্পাদনা করেন। ‘দেশ’ পত্রিকায় ‘জন্মেজয়’ ছদ্মনামে ধারাবাহিক রচনা লিখতেন। নিত্য-নতুন লিটল ম্যাগাজিনে ও নানা পত্রপত্রিকায় তাঁর লেখা প্ৰকাশিত হয়েছে। শ্রেষ্ঠ কবি হিসাবে ১৯৭৬ খ্রী. ‘ত্রিবৃত্ত পুরস্কার’ লাভ করেন।
পূর্ববর্তী:
« শক্তিপদ রাজগুরু
« শক্তিপদ রাজগুরু
পরবর্তী:
শঙ্কর তর্কবাগীশ »
শঙ্কর তর্কবাগীশ »
Leave a Reply