লোচনানন্দ দাস (১৬শ শতাব্দী) কোগ্রাম-বর্ধমান। কমলাকর। বিখ্যাত চৈতন্যমঙ্গল গ্রন্থের রচয়িতা। তিনি শ্ৰীখণ্ড বৈষ্ণব সম্প্রদায়ের নেতা নরহরি সরকারের শিষ্য ছিলেন। গীতিকার হিসাবেও তাঁর যথেষ্ট খ্যাতি ছিল। গৌরলীলা বিষয়ক তাঁর ‘ধামালি’র পদগুলি বিশেষ প্ৰসিদ্ধ।
পূর্ববর্তী:
« লোচন অধিকারী
« লোচন অধিকারী
পরবর্তী:
শংকর »
শংকর »
Leave a Reply