লোকনাথ বল (৮-৩-১৯০৮ — ৪-৯-১৯৬৪) ধোরলা–চট্টগ্রাম। প্ৰাণকৃষ্ণ। সুন্দর স্বাস্থ্যের অধিকারী এই বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিপ্লবী দলে যোগ দেন। ১৮৯৪-১৯৩০ খ্রী. তাঁর নেতৃত্বে একটি দল চট্টগ্রাম এএফআই অস্ত্রাগার দখল করে। কয়েকজন বিচ্ছিন্ন হবার পর এই বিপ্লবী বাহিনী ২২-৪-১৯৩০ খ্রী. জালালাবাদ পাহাড়ে লোকনাথের সর্বাধিনায়কত্বে ব্রিটিশ সৈন্য ও পুলিসের এক বিপুল বাহিনীর সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়। এই যুদ্ধে তাঁর অনুজ দলের সর্বকনিষ্ঠ টেগরা (হরিগোপাল) আরও ১০ জনের সঙ্গে শহীদ হন। তিনি আত্মগোপনের জন্য কলিকাতায় এসে চন্দননগরে আশ্রয় পান। ১৭৯-১৯৩০ খ্রী. এই আস্তানা টেগার্টের নেতৃত্বে এক পুলিস বাহিনী কর্তৃক পরিবেষ্টিত হয়। তিনি ও ৩ জন সঙ্গী মধ্যরাত্রে গুলি চালিয়ে বেষ্টনী ভেদ করার চেষ্টায় জীবন (মাখন) ঘোষাল নিহত ও লোকনাথ সহ অপর ২ জন গ্রেপ্তার হন। ১-৩-১৯৩২ খ্রী. অন্যান্য সহযোদ্ধাদের সঙ্গে তিনি যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড পান। ১৯৪৬ খ্রী. মুক্তির পর কিছুদিন মানবেন্দ্রনাথের র্যাডিকেল পার্টিতে ও শেষে কংগ্রেসে যোগ দেন। পরে রাজনীতির সঙ্গে প্ৰত্যক্ষ সম্পর্ক ছিল না। কলিকাতা কর্পোরেশনে দুনীতি দমন অফিসার পদে নিযুক্ত হয়ে ডেপুটি কমিশনার হয়েছিলেন।
পূর্ববর্তী:
« লোকনাথ ন্যায়পঞ্চানন
« লোকনাথ ন্যায়পঞ্চানন
পরবর্তী:
লোকনাথ ব্ৰহ্মচারী »
লোকনাথ ব্ৰহ্মচারী »
Leave a Reply