লোকনাথ ব্ৰহ্মচারী (১৭৩১ –- ১৮৯০?)। চাকলা-চব্বিশ পরগনা। রামনারায়ণ ঘোষাল। ১২ বছর বয়সে উপনয়ন দীক্ষার পর কালীঘাট নিবাসী সাধক পণ্ডিত ভগবান গাঙ্গুলীর কাছে শিক্ষা শুরু করেন এবং গুরুর সঙ্গে লোকালয় ত্যাগ করে হিমালয়ের উদ্দেশে রওনা হন। ভ্ৰমণকালে হিতলাল মিশ্র নামে এক উচ্চস্তরের সাধকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এই সময় ভগবান গাঙ্গুলীর মৃত্যু হলে হিতলাল মিশ্রের সঙ্গে তিনি হিমালয় ও সম্ভবত তিববত অঞ্চলে ভ্ৰমণ ও যোগাভ্যাস করেন। ঢাকায় বারদীর আশ্রমে আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। শোনা যায়, এই যোগী ব্যাঘ্ৰ ইত্যাদি হিংস্ৰ প্ৰাণী, পাখী, মক্ষিক, প্রভৃতিদের ভালবাসায় বশ করতেন। বারদীর আশ্রম দরিদ্রের আশ্রম হিসাবে পরিচিত। এখানে ধনী দরিদ্রের সমান ব্যবহার ছিল। একাদিক্ৰমে ২৭ বছর এই আশ্রমে বাস করেছেন। ‘বারদীর ব্রহ্মচারী’ নামে বিশেষ পরিচিত ছিলেন। তাঁর আয়ুষ্কাল সম্বন্ধে বিভিন্ন পুস্তকে বিভিন্ন সময় উল্লিখিত আছে।
পূর্ববর্তী:
« লোকনাথ বল
« লোকনাথ বল
পরবর্তী:
লোকেন্দ্ৰনাথ পালিত »
লোকেন্দ্ৰনাথ পালিত »
Leave a Reply