লোকনাথ ন্যায়পঞ্চানন (১৯শ শতাব্দী) নলচিড়া-বাখরগঞ্জ। শঙ্কর তর্কবাগীশের ছাত্ৰ সুকবি লোকনাথ পূর্ববঙ্গের সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক ছিলেন। বাকলার জগন্নাথ পঞ্চাননের সময় নলচিড়া ‘নিমনবদ্বীপ’ নামে বিখ্যাত হয়েছিল। লোকনাথ ন্যায়পঞ্চাননের ছাত্রদের মধ্যে বাকলা, উজিরপুরের ‘দেবাংশু’ পণ্ডিত গৌরনাথ তর্কবাগীশ, নড়াইলের রতনরায়ের সভাপণ্ডিত কাশীনাথ তর্কপঞ্চানন, স্মার্তপ্রবর পার্বতীনাথ তর্কসিদ্ধান্তের নাম উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« লেবেডেফ, হেরাসিম
« লেবেডেফ, হেরাসিম
পরবর্তী:
লোকনাথ বল »
লোকনাথ বল »
Leave a Reply