লেবেডেফ, হেরাসিম (১৭৪৯ — ১৮১৮)। ইউক্রেনের (রাশিয়া) এক চাষী পরিবারের ছেলে। সঙ্গীতে দক্ষতার জন্য তিনি যৌবনে এক রাজপুরুষের সংস্পর্শে আসেন এবং তাঁর সঙ্গে ইটালীতে যান। ক্রমে ঘুরতে ঘুরতে প্যারিস হয়ে লন্ডনে পৌঁছান। সেখানে তিনি ভারতীয় পণ্যসম্ভারে পূর্ণ দোকান দেখেন। এখান থেকে যাত্রীবাহী জাহাজে ১৫-৮-১৮৭৫ খ্রী. মাদ্রাজ পৌঁছান। এখানকার মেয়র কর্তৃক তিনি সংবর্ধিত হন এবং কয়েকটি আসরে সঙ্গীত পরিবেশন করে কিছু অর্থ সংগ্ৰহ করেন। কিন্তু এখানে রক্ষণশীল সমাজে প্ৰবেশাধিকার না পেয়ে কলিকাতায় আসেন। এ শহরের একমাত্র রুশ চিকিৎসকের সাহায্যে স্থানীয় সমাজে সঙ্গীতজ্ঞরূপে প্রতিষ্ঠা পান। তাঁর আসরের টিকিট মূল্য ছিল ১২ টাকা। তিনিই প্রথম পাশ্চাত্য যন্ত্রে ভারতীয় সুর বাজিয়ে শোনান। একজন রাজদ্রোহী ভারতীয়কে আশ্রয় দিয়ে দেশীয় লোকের বিশ্বাসভাজন এবং ইংরেজদের বিরাগভাজন হন। গোলোক দাস নামে একজন স্কুল শিক্ষক তাঁর কাছে পাশ্চাত্য সঙ্গীত শিখতে ও বিনিময়ে বাংলা ভাষা শেখাতে থাকেন। লেবেডেফ বাংলা শিখে এই ভাষায় একটি ব্যাকরণ রচনা করেন। এটি ১৮০১ খ্রী. বিলাতে ছাপা হয়। তিনি ক্ৰমে ‘বাংলা অভিধান’, ‘কথোপকথন গ্রন্থ’, ‘বীজগণিত’, ‘বাংলা পঞ্জিকার অংশ’, ‘ভারতচন্দ্রের কাব্য’, নাটকের অনুবাদ ও একটি আত্মজীবনী রচনা করেন। ভারতচন্দ্রের রচনা রুশদেশে প্রচারের জন্য লন্ডনস্থ রুশ রাষ্ট্রদূতকে পত্র লেখেন। মলিয়ের একটি নাটক ও ইংরেজী থেকে জড্রেলের নাটক ‘দি ডিসগাইজ’ বাংলায় অনুবাদ করেন। কলিকাতা শহরের ডোমতলায় (এজরা স্ট্রট) একটি রঙ্গালয় প্রতিষ্ঠা করেন এবং বাঙালী অভিনেতা ও অভিনেত্রী নিয়ে ২৭-১১-১৭৯৫ খ্রী. ভারতে প্ৰথম দেশী থিয়েটারের অনুষ্ঠান করেন। এই সময় বিশিষ্ট ইংরেজদের জন্য মূল্যবান আসনের দুইটি থিয়েটার ছিল। লেবেডেফের সাফল্যে ঈর্ষান্বিত ইংরেজগণ প্ৰত্যক্ষভাবে জোসেফ ব্যাটেল নামে সীন পেন্টার ও মিঃ হে নামে এক রাজকর্মচারীর সাহায্যে লেবেডেফের থিয়েটার আগুন লাগিয়ে নষ্ট করে দেয়। একজন ইংরেজ মহিলার সঙ্গে প্ৰণয় ও ব্যর্থতা লেবেডেফের জীবনের অন্যতম বিপর্যয়। ঋণের দায়ে তাকে আদালতে যেতে হয়। সবশেষে ব্রিটিশ কোম্পানীর কর্তৃপক্ষ তাকে কলিকাতা ত্যাগ করতে বাধ্য করেন। শেষ-জীবনে স্বদেশে ফিরে পররাষ্ট্র দপ্তরে কাজ করেন। রুশদেশে ভারতীয় ভাষা ও সংস্কৃতির প্রচারের জন্য তিনি সম্রাটকে পত্র দিয়েছিলেন।
পূর্ববর্তী:
« লীলাবতী, মিত্ৰ
« লীলাবতী, মিত্ৰ
পরবর্তী:
লোকনাথ ন্যায়পঞ্চানন »
লোকনাথ ন্যায়পঞ্চানন »
Leave a Reply