লীলাবতী, মিত্ৰ (১৮৬৪ — ১৯২৪) বোড়াল–২৪ পরগনা। রাজনারায়ণ বসু। ‘সঞ্জীবনী’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সাধারণ ব্ৰাহ্মসমাজের সদস্য কৃষ্ণকুমার মিত্রের সঙ্গে ১৭ বছর বয়সে তাঁর বিবাহ হয়। সমাজ সেবার কাজে স্বামীর উৎসাহ লাভ করেন। ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর বালবিধবাদের তাঁর কাছে পাঠাতেন তাদের সুপাত্ৰস্থ করার ব্যবস্থার জন্য। বহু নারী তাঁর কাছে আশ্রয় লাভ করেছে। তাঁর দিনপঞ্জী ‘জীবন কথা’ নামে গ্রন্থাকারে প্রকাশিত।
পূর্ববর্তী:
« লীলাবতী করালী
« লীলাবতী করালী
পরবর্তী:
লেবেডেফ, হেরাসিম »
লেবেডেফ, হেরাসিম »
Leave a Reply