লীলাবতী করালী (১৯২৩? –- ১৫-৭-১৯৭০)। ১৯৩১ খ্রী. মাত্র ৮ বছর বয়সে ষ্টার থিয়েটারে ‘পরশুরাম’ নাটকে তাঁর অভিনয়-জীবন শুরু। শিশিরকুমার ভাদুড়ীর শ্ৰীরঙ্গম রঙ্গমঞ্চে ‘দুঃখীর ইমান’ নাটকে ‘বিলাতী’র চরিত্রে অভিনয় করে বিখ্যাত হন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি রঙ্গমঞ্চে অজস্ৰ নাটকে ও প্রায় শতাধিক চিত্রে অভিনয় করেন। নাচ-গানেও তাঁর দক্ষতা ছিল।
পূর্ববর্তী:
« লীলাবজ্র
« লীলাবজ্র
পরবর্তী:
লীলাবতী, মিত্ৰ »
লীলাবতী, মিত্ৰ »
Leave a Reply