লিয়াকৎ হোসেন, মৌলভী। জাতীয়তাবাদী নেতা। স্বদেশীযুগে যুবকদের নিয়ে ‘বন্দেমাতরম’ ধ্বনি দিয়ে শোভাযাত্রা করতেন। পুলিসের সামনে যাবার আগে সাবধান করে বলতেন ‘যাদের ভয় আছে তারা সরে পড়ো। চলে যাও। এরপরে যে বা যারা ভাগবে সে বা তারা মানুষ নয়, কুকুর বেড়াল’। কারাবরণটা তাঁর কাছে ছিল ‘জল-ভাত’। সাধারণ সভা সরকার আইন করে বন্ধ করলে তিনি বার বার সে আইন ভঙ্গ করে কারারুদ্ধ হন। এই কারণেই সাধারণের মনে পুলিসের ভয় ভেঙ্গে যায়। নিজে দণ্ডভোগ করে লোকের মনে আইন-ভাঙ্গার ভাব জাগিয়েছিলেন। বর্তমান শতাব্দীর প্রারম্ভে ভারতে মুসলমান সম্প্রদায়ের মধ্যে হিন্দু-মুসলমানের সম্প্রীতি ও সমন্বয় সাধনে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তিনি তাঁদের অন্যতম।
Leave a Reply