লালমোহন বিদ্যানিধি (১৮৪৫ — ২৮-৯-১৯১৬) মহেশপুর-নদীয়া। রমেশচন্দ্ৰ ভট্টাচার্য। সংস্কৃত কলেজ থেকে ১৮৬৮ খ্রী. ‘বিদ্যানিধি’ উপাধি পান। এই বছরই কটক কলেজের সংস্কৃতের অধ্যাপক ও পরে স্কুলসমূহের জেলা ডেপুটি ইনস্পেক্টর হন। ১৮৭২ – ৮৮ খ্ৰী. পর্যন্ত নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় কখনও স্কুলসমূহের তত্ত্বাবধায়ক, আবার কখনও ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ১৮৮৮–১৯০১ খ্রী. পর্যন্ত হুগলী নর্ম্যাল স্কুলের হেডপণ্ডিত ছিলেন। রচিত গ্ৰন্থাবলী: ‘কাব্যনির্ণয়’, ‘সম্বন্ধনির্ণয়’, ‘ভারতীয় আর্যজাতির আদিম অবস্থা’, ‘মেঘদূতম’ প্রভৃতি। ‘কবিকল্পদ্রুম’, ‘পত্ৰ প্ৰবন্ধ’, ‘শিক্ষা-সোপান’ ও ‘চারু-প্ৰবন্ধ’ তাঁর রচিত ৪ খানি স্কুলপাঠ্য পুস্তক। ‘বঙ্গদর্শন’ পত্রিকায় তাঁর নিবন্ধাদি প্রকাশিত হত।
পূর্ববর্তী:
« লালমোহন ঘোষ
« লালমোহন ঘোষ
পরবর্তী:
লালমোহন সেন »
লালমোহন সেন »
Leave a Reply