লালমোহন ঘোষ (১৮৪৯ –- ১৮-১০-১৯০৯) কৃষ্ণনগর-নদীয়া। রামলোচন। ১৮৭৩ খ্রী. ব্যারিস্টার হয়ে হাইকোর্টে যোগ দেন। তিনিই প্ৰথম উদারপন্থী ভারতীয় যিনি হাউস অফ কমন্স-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন (১৮৮৩)। নির্বাচনে পরাজিত হলেও তাঁর আদর্শ পরবর্তী কালে দাদাভাই নৌরজীকে ইংল্যান্ডে অনুরূপ প্রচেষ্টায় উদ্ধৃদ্ধ করেছিল। ১৮৭৭/৭৮ খ্রী. সিভিল সার্ভিস পরীক্ষা-সংক্রান্ত আন্দোলনে যোগ দিয়ে রাজনীতিক্ষেত্রে প্রবেশ করেন। এই উপলক্ষে ১৮৭৯ খ্রী. স্যার সুরেন্দ্রনাথের নেতৃত্বে বিলাত যান। প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট, ইলবার্ট বিল, জুরী নিয়োগ ইত্যাদি ব্যাপারে বিলাত ও ভারতে বিভিন্ন আন্দোলনে প্ৰধান বক্তা ছিলেন। ১৮৯৩ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হন। ১৯০৩ খ্রী. মাদ্রাজ কংগ্রেসের সভাপতিরূপে শেষ বক্তৃতা করেন। বিশ্ববিদ্যালয় বিল, অফিসিয়াল সিক্রেটস বিল, মাদ্রাজ মিউনিসিপ্যাল বিল ইত্যাদির প্ৰতিবাদ করেন এবং ভারতীয় ব্যবসায়-বাণিজ্যে ব্রিটিশ শোষণনীতির ফলে দেশীয় শিল্পের শোচনীয় পরিণতির কথা স্মরণ করিয়ে দেন। বর্ষীয়ান রাজনীতিকদের মধ্যে যাঁরা মধ্যপন্থা থেকে সরে যাচ্ছিলেন, এই বক্তৃতায় তাঁরাও সক্রিয় হয়ে ওঠেন। ২০-১২-১৮৯২ খ্রী. টাউন হলে তাঁর প্রদত্ত জুরির বিচার লোপ করার বিরুদ্ধে বক্তৃতার ফলেই সরকার ১৮৯৩ খ্ৰী. জুরিপ্ৰথা পুনঃপ্রবর্তিত করতে বাধ্য হয়। তিনি প্ৰাথমিক শিক্ষার প্রয়োজনীয়তায় গুরুত্ব দিতেন। তাঁর রচিত গ্রন্থ—’Thesis on Terminalia Arjune’। স্বনামধন্য মনোমোহন ঘোষ তাঁর অগ্ৰজ।
পূর্ববর্তী:
« লালবিহারী সামা
« লালবিহারী সামা
পরবর্তী:
লালমোহন বিদ্যানিধি »
লালমোহন বিদ্যানিধি »
Leave a Reply