লাল মাহমুদ। বাগুইডহর-ময়মনসিংহ। প্রথম জীবনে গাজীর কীর্তন করতেন, পরে কবির দলে যোগ দেন। এই সময়ে হিন্দু ও বৈষ্ণব ধর্মগ্রন্থ পড়ে বৈষ্ণব আচার গ্রহণ করেন। বটবৃক্ষমূলে তুলসীমঞ্চ স্থাপন করে রীতিমত পূজা করতেন ও স্বপাক নিরামিষ খেতেন। তাছাড়া স্থাপিত তুলসীমঞ্চে নিয়মিত কীর্তনাদি হত। তাঁর রচিত একটি পদ—‘…কেহ তোমায় বলে কালী, কেহ বলে বনমালী/কেহ খোদা আল্লা বলি ডাকে সারাৎসার।’
পূর্ববর্তী:
« লাবণ্যলতা চন্দ
« লাবণ্যলতা চন্দ
পরবর্তী:
লালগোপাল মুখোপাধ্যায় »
লালগোপাল মুখোপাধ্যায় »
Leave a Reply