লালচাঁদ বড়াল (নভে. ১৮৭০ –- ১৪-৩-১৯০৭) বহুবাজার-কলিকাতা। কৃতী অ্যাটর্নি ও ‘হিতবাদী’ সংস্থার অন্যতম পরিচালক নবীনচাঁদ। খ্যাতনামা সঙ্গীত শিল্পী। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ‘সান্ধ্য সন্মিলনী’তে প্ৰথম পিয়ানো শিক্ষা শুরু করেন। পরে মুরারি গুপ্তের কাছে মৃদঙ্গ, বিশ্বনাথ রাও, জগকরণ রাও কাশীনাথ মিশ্রের কাছে ধ্রুপদ এবং নান্দে খাঁ ও গুরুপ্ৰসাদ মিশ্রের কাছে খেয়াল গান শেখেন। জলতরঙ্গও বাজাতে পারতেন। ১৮৯৫ খ্রী. কাস্টমস হাউসের কোষাধ্যক্ষ হন। সেকালে তাঁর গাওয়া বহু বাংলা সঙ্গীত রেকর্ড করা হয়। গানগুলি জনপ্রিয় হয়েছিল। প্ৰখ্যাত সঙ্গীত-পরিচালক রাইচাঁদ বড়াল তাঁর পুত্র। তাঁর অপর দুই পুত্র বিষাণচাঁদ ও কিষাণচাঁদও সঙ্গীত-জগতে সুপরিচিত।
পূর্ববর্তী:
« লালগোপাল মুখোপাধ্যায়
« লালগোপাল মুখোপাধ্যায়
পরবর্তী:
লালদাস বাবাজী »
লালদাস বাবাজী »
Leave a Reply