ললিত সরকার (হাজং) (১৯০৬ — ২৬-৭-১৯৮৪), কলমাকান্দা-নেত্রকোণা, ময়মনসিংহ। জয়নাথ গিরি (মোড়ল)। হাজং উপজাতির এই স্বাধীনতা সংগ্ৰামী, কম্যুনিস্ট নেতা ললিত টংক চাষীদের আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন। ১৯৩০ খ্রী. তিনি আইন অমান্য আন্দোলনে কারারুদ্ধ থাকেন। পূর্ববঙ্গের মণি সিংহের সাহচর্যে এসে তিনি কম্যুনিস্ট আদর্শে দীক্ষিত হন। বিভিন্ন পর্যায়ে টংক প্রথা উচ্ছেদের দাবীতে যে আন্দোলন হয় তাতে তাঁর বিশেষ ভূমিকা ছিল। পঞ্চাশের মন্বন্তরে দুৰ্ভিক্ষ মহামারীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কম্যুনিস্ট পার্টির ডাকে তিনি তাঁর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি পার্টিকে দান করেন। দেশভাগের পর পূর্বপাকিস্তানের পুলিশী ফৌজের চোখে ধুলো দিয়ে তিনি তাঁর সংগ্ৰামী প্রচেষ্টা চালিয়ে গেছেন। অনেক অত্যাচার সহ্য করেছেন। সামরিক বাহিনীর আক্রমণ এড়াতে তাঁকে নির্বাসিতের কঠিন জীবন যাপন করতে হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পশ্চাদভাগে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সাহায্যে তাঁর অবদান স্মরণীয়।
পূর্ববর্তী:
« লরেন্স ডিসুজা
« লরেন্স ডিসুজা
পরবর্তী:
ললিতকুমার চট্টোপাধ্যায় »
ললিতকুমার চট্টোপাধ্যায় »
Leave a Reply