ললিতমোহন সিংহ (১১-১০-১২৮৯ — ১৩-৫-১৩৬২ ব)। অনুশীলন সমিতির বৈপ্লবিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। বঙ্গ-ভঙ্গ-রোধ আন্দোলনের সময় প্রমথ মিত্র, সতীশচন্দ্ৰ বসু প্রমুখ নেতৃবৃন্দের সঙ্গে যুক্ত হন। পুরানো বইয়ের দোকান খুলে তার মাধ্যমে গোপন কাৰ্যকলাপ চালাতেন। ১৯২০ খ্রী. অহিংস অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং তারকেশ্বর সত্যাগ্ৰহে দেশবন্ধুর অনুগামী হন। তমলুক লবণ সত্যাগ্ৰহ পরিচালনার জন্য ২ বছর কারারুদ্ধ থাকেন। মুক্তির পর তমলুকেই কর্মকেন্দ্ৰ স্থাপন করেন। ফরোয়ার্ড ব্লকে যোগ দিলেও, ঐ দল কংগ্রেস ত্যাগ করলে তিনি কংগ্রেসেই থাকেন। ২৬-১-১৯৪২ খ্রী. পতাকা উত্তোলনের জন্য ওয়েলিংটন স্কোয়ারে প্রহৃত ও কারাদণ্ডে দণ্ডিত হন।
পূর্ববর্তী:
« ললিতমোহন বৰ্মন
« ললিতমোহন বৰ্মন
পরবর্তী:
ললিতমোহন সেন »
ললিতমোহন সেন »
Leave a Reply