ললিতমোহন বৰ্মন (১৭-৩-১৮৯৯ — ১৯-৮-১৯৬১) কুমিল্লা। পৈরতলা-ব্ৰাহ্মণবাড়িয়া, ত্রিপুরা। শিক্ষক করুণাময়। প্রথম জীবনে যুগান্তর দলের কর্মী হিসাবে বৈপ্লবিক ক্রিয়াকলাপে অংশগ্ৰহণ করেন। চা-বাগান শ্রমিক আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেন। ব্ৰাহ্মণবাড়িয়া জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি তার শিক্ষক নিযুক্ত হন। মহকুমা কংগ্রেসের সহ-সম্পাদক হিসাবে চিত্ততোষ বর্ধনের সহায়তায় বিরাট কংগ্রেস স্বেচ্ছাসেবকবাহিনী গঠন করেন। দেশপ্রিয় যতীন্দ্রমোহনের নেতৃত্বে আসাম-বেঙ্গল রেলওয়ে ধর্মঘট আন্দোলন পরিচালনাকালে কারারুদ্ধ হন। পরে ত্রিপুরার অসহযোগ আন্দোলনের জন্য তাঁর কারাদণ্ড হয়। কুমিল্লার ‘কল্যাণসঙ্ঘ’-এর প্রতিষ্ঠাতা ছিলেন। চৌকিদারী ট্যাক্স বন্ধ, কৃষক আন্দোলন প্রভৃতির নেতা ছিলেন। দেশবন্ধুর মৃত্যুর পর স্বরাজ্য দলে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক কারণে পুনরায় কারারুদ্ধ হন। পরবর্তী কালে সমাজতান্ত্রিক ও মার্ক্সীয় মতবাদে আকৃষ্ট হয়েছিলেন। শেষ-জীবনে সমবায় আন্দোলন ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« ললিতমোহন দাস
« ললিতমোহন দাস
পরবর্তী:
ললিতমোহন সিংহ »
ললিতমোহন সিংহ »
Leave a Reply