ললিতকুমার বন্দ্যোপাধ্যায় (১৮৬৮ -– ২৯-১১-১৯২৯) কাচাকুলি-নদীয়া। নবীনচন্দ্ৰ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৮৮ খ্রী. ইংরেজী সাহিত্যে প্ৰথম শ্রেণীতে প্ৰথম হয়ে এম.এ. পাশ করে অধ্যাপনা শুরু করেন। ইংরেজী ও বাংলা সাহিত্যে। অসাধারণ জ্ঞান ছিল। দীর্ঘদিন বঙ্গবাসী কলেজে ইংরেজীর অধ্যাপক হিসাবে বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন। হাস্যরসাত্মক রচনায় বিশেষ পারদর্শী ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘প্রেমের কথা’, ‘সাহারা’, ‘পাগলা ঝোরা’, ‘ফোয়ারা’, ‘কপালকুণ্ডলাতত্ত্ব’, ‘ককারের অহঙ্কার’, ‘সাধুভাষা বনাম চলতি ভাষা, ‘অনুপ্ৰাস’, ‘ব্যাকরণ-বিভীষিকা’, ‘বানান সমস্যা’ এবং শিশুপাঠ্য ‘ছড়া ও গল্প’, ‘আহ্লাদে আটখানা’ প্রভৃতি। ‘আমোদর শর্মা’ ছদ্মনাম ব্যবহার করতেন। ‘শেক্সপীরিয়ান স্কলার’ হিসাবেও তাঁর বিশেষ খ্যাতি ছিল। ১৩২২ বা ‘বিদ্যারত্ন’ উপাধি লাভ করেন।
পূর্ববর্তী:
« ললিতকুমার চট্টোপাধ্যায়
« ললিতকুমার চট্টোপাধ্যায়
পরবর্তী:
ললিতচন্দ্ৰ চৌধুরী »
ললিতচন্দ্ৰ চৌধুরী »
Leave a Reply