ললিতকুমার চট্টোপাধ্যায় (১৮৭৮ -– ১৯৪৯) কয়া—কুষ্টিয়া, নদীয়া। মধুসূদন। ১৮৯৩ খ্রী. কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা ও কলেজ থেকে বি.এ. ও বি.এল. পাশ করে কৃষ্ণনগরে আমরণ ওকালতি করেছেন। তাঁর ভাগিনেয় বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাঁর সংস্পর্শে এসেই প্রথম রাজনৈতিক চেতনা লাভ করেন ও প্রধান সহায় হয়ৈ ওঠেন। তাঁরই চেষ্টায় তাঁর শ্বশুর যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের গৃহে অরবিন্দ ঘোষের সঙ্গে যতীন্দ্রনাথের পরিচয় ঘটে। ১৯১৫ খ্রী. নদীয়ার শিবপুর ডাকাতি মামলায় পুলিস তাকে গ্রেপ্তার করে কিন্তু প্ৰমাণাভাবে ছাড়া পান। হাওড়া গ্যাং কেসে কারাদণ্ড ভোগ-কালে অশেষ নির্যাতন সহ্য করেন। সুসাহিত্যিক ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘বিপ্লবী যতীন্দ্রনাথ’।
পূর্ববর্তী:
« ললিত সরকার (হাজং)
« ললিত সরকার (হাজং)
পরবর্তী:
ললিতকুমার বন্দ্যোপাধ্যায় »
ললিতকুমার বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply