লক্ষ্ণীকান্ত মৈত্র (২৩-৭-১৮৯৫ -– ২৫-৭-১৯৫৩) ঢাকা। রজনীকান্ত। এম.এ ও বি.এল. এবং কাব্য-সাংখ্যতীর্থ উপাধিপ্রাপ্ত ছিলেন। কৃষ্ণনগরে ওকালতি করে যশস্বী হন। ১৯৩৪ খ্রী. প্ৰথম কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার সদস্য হিসাবে কংগ্রেস জাতীয় দলের নেতা ছিলেন। জুলাই ১৯৪৭ খ্রী। গণপরিষদের সদস্য হয়ে নূতন সংবিধান প্রণয়নে যথেষ্ট সাহায্য করেন। পার্লামেন্টে বক্তা হিসাবে সুপরিচিত ছিলেন।
পূর্ববর্তী:
« লক্ষ্ণণচন্দ্র ন্যায়তীর্থ
« লক্ষ্ণণচন্দ্র ন্যায়তীর্থ
পরবর্তী:
লক্ষ্মণ কোচ »
লক্ষ্মণ কোচ »
Leave a Reply