লক্ষ্মীকান্ত বিদ্যাভূষণ (২৭-৯-১২৮৮ — আশ্বিন ১৩৭০ বঙ্গাব্দ) ঊনশিয়া — কোটালিপাড়া, ফরিদপুর। গঙ্গাধর বিদ্যালঙ্কার। শিক্ষা–পিতামহ কাশীচন্দ্ৰ বাচস্পতি ও অগ্ৰজ মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগীশের নিকট। পিতামহের মৃত্যুর পর পুরাণপাঠক হিসাবে পূর্ববঙ্গে খ্যাতিমান হন। নিজগৃহে ‘ভারতী বিদ্যালয়’ নামে চতুষ্পাঠী স্থাপন করে (১৩১৭ ব) অধ্যাপনা করেন। দেশ-বিভাগের পর চব্বিশ পরগনার গড়িয়াতে এসে বাস করতে থাকেন এবং সেখানে ‘ভারতী বিদ্যালয়’ স্থানান্তরিত করেন।
পূর্ববর্তী:
« লক্ষ্মীকান্ত
« লক্ষ্মীকান্ত
পরবর্তী:
লক্ষ্মীঙ্করা »
লক্ষ্মীঙ্করা »
Leave a Reply