লক্ষ্ণণচন্দ্র ন্যায়তীর্থ (১২৭৪ –- ১০-১১-১৩০৮ ব.) বারইখালি–যশোহর। প্ৰথম বিভাগে উত্তীৰ্ণ ‘তর্কতীর্থ’ উপাধিধারী এবং বাঙলার বাইরে নব্যন্যায়ের চর্চায় যাঁরা খ্যাতি অর্জন করেছেন তাদের অন্যতম। মাঘ ১৩০২ ব. তিনি কাশ্মীরের রাজপণ্ডিতের পদে বৃত হয়ে জম্মুতে অধিষ্ঠিত হন। কিন্তু অল্পকাল পরেই তাঁর অকালমৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« রোহিণীরঞ্জন বড়ুয়া
« রোহিণীরঞ্জন বড়ুয়া
পরবর্তী:
লক্ষ্ণীকান্ত মৈত্র »
লক্ষ্ণীকান্ত মৈত্র »
Leave a Reply