রেবা দাশ (১৯১৯ –- ৪-৭-১৯৮১) কলিকাতা। হরিদাস দাস। স্বামী ‘আয়রনম্যান’ নীলমণি দাশ। স্বামীর কাছে বিদ্যাচর্চা ও নিয়মিত ব্যায়ামশিক্ষা করেন। আনু ১৯৩৭ খ্রী. অ্যালবার্ট হলে ‘নারী সত্যাগ্ৰহ সমিতির’ সম্মেলনে রবীন্দ্রনাথের উপস্থিতিতে ব্যায়াম ও শক্তিচর্চার কৌশল প্ৰদৰ্শন করেন। এরপর বাংলার মেয়েদের শক্তি ও ব্যায়ামচৰ্চায় উদ্ধৃদ্ধ করতে কয়েকটি বিশিষ্ট জায়গায় ক্রীড়া প্ৰদৰ্শন করেন। আগ্রহী মহিলারা তাঁর বাড়ীতে ব্যায়ামশিক্ষা করতে আসতেন। জলধর সেন ও রামানন্দ চট্টোপাধ্যায়ের আহ্বানে যথাক্ৰমে ‘ভারতবর্ষ’ ও ‘প্রবাসী’তে মেয়েদের ব্যায়ামচৰ্চা সম্বন্ধে লিখেছেন। বাংলা ভাষায় ঐগুলিই সম্ভবত প্ৰথম মেয়েদের ব্যায়াম সম্পর্কিত প্ৰবন্ধ। ‘আয়রনম্যান পাবলিশিং হাউসে’র সব রকম কাজে স্বামীকে সাহায্য করেছেন। স্বামীর সহলেখিকা হিসাবে মেয়েদের ব্যায়ামের চার্ট প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« রেবতীমোহন সেন
« রেবতীমোহন সেন
পরবর্তী:
রেয়াজউদ্দীন আহমদ মৌলবী, শেখ »
রেয়াজউদ্দীন আহমদ মৌলবী, শেখ »
Leave a Reply