রেবতীমোহন সেন (১৮-৭-১২৭৩ –- ৫-৮-১৩৫৭ বঙ্গ) মূলার — বিক্রমপুর। রামকুমার। ঢাকা পগোজ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে কিছুদিন খুলনা জেলা নলধা স্কুলে শিক্ষকতার পর বরিশাল সেটেলমেন্ট অফিসে চাকরি নেন। এরপর ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করে তিনি বরিশালে মূক বধির বিদ্যালয়ে কিছুকাল শিক্ষকতা করেন। ১২৯৬ ব. বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে যোগদীক্ষা নিয়ে ব্ৰাহ্মধর্ম ত্যাগ করে নামকীর্তনে ব্ৰতী হন। ‘ঠাকুর হরিদাস’, ‘দাক্ষিণাত্যে শ্রীচৈতন্য’, ‘বালক শ্রীকৃষ্ণ’, ‘হাসান হোসেন’, ‘বালক নারায়ণ’, ‘কীর্তনমঙ্গল’, ‘নলদয়মন্তী’, ‘সাবিত্রী’ প্রভৃতি গ্ৰন্থ ও বহু স্বদেশী গ্রন্থের রচয়িতা।
পূর্ববর্তী:
« রেবতীমোহন রায়
« রেবতীমোহন রায়
পরবর্তী:
রেবা দাশ »
রেবা দাশ »
Leave a Reply