রেবতীমোহন রায় (১৯১৭ -– ২৫-৩-১৯৭৯) নেত্রকোণা — ময়মনসিংহ। ১৯৪৪ খ্রী. কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে নেত্রকোণা অঞ্চলে সর্বক্ষণের কর্মী হিসাবে নিযুক্ত থাকেন। গারো পাহাড় অঞ্চলে হাজং অধিবাসীদের মধ্যে কাজ করতেন। তেভাগা আন্দোলন, টঙ্ক প্রভৃতিতে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্রিটিশ-ভারতে এবং পরে পূর্ব-পাকিস্থানে দীর্ঘদিন তাঁকে আত্মগোপন করে কাজ করতে হয়। ১৯৫০ খ্রী. ভারতে এসে দমদম অঞ্চলে বসবাস শুরু করেন এবং ওখানের কমিউনিস্ট কর্মী হিসাবে উদ্বাস্তু আন্দোলনে যুক্ত হন। রেলওয়েতে চাকরি নিয়ে সেখানে পার্টি-সদস্য হিসাবে কাজ করেন।
পূর্ববর্তী:
« রেবতীমোহন বৰ্মণ
« রেবতীমোহন বৰ্মণ
পরবর্তী:
রেবতীমোহন সেন »
রেবতীমোহন সেন »
Leave a Reply