রেণু সেন, বসু (১৯০৯ — ২-৭-১৯৪১) মুন্সীগঞ্জ–ঢাকা। আদি নিবাস সোনারং–ঢাকা। বিনোদবিহারী সেন। ১৪/১৫ বছর বয়সে মুন্সীগঞ্জ স্কুল থেকে ঢাকায় লীলা-নাগের দীপালি স্কুলে ভর্তি হন। ১৯৩০ খ্রী. বি.এ. ও পরে জেলে গিয়ে এমএ পাশ করেন। ১৯৩০ খ্রীঃ লীলা নাগের পরিকল্পনা অনুসারে কলিকাতায় ‘ছাত্রীভবন’ ও ‘দীপালী ছাত্রী সঙ্গে’র একটি কেন্দ্ৰ স্থাপন করেন। ১৯৩০ খ্রী. লীলা নাগের সম্পাদনায় ‘জয়শ্ৰী’ পত্রিকা প্ৰকাশে তাঁর উদ্যোগ ও সংগঠন-ক্ষমতা উল্লেখযোগ্য। ১৯৩০ খ্রী. ডালহৌসী বোমার মামলায় গ্রেপ্তার হয়ে ১৯৩১ খ্রী. অন্তরীণ হন। ১৯৩৭ খ্রী. মুন্সীগঞ্জে অন্তরীণ থাকার সময় অন্তরীণ বন্দীদের ভাতা অথবা উপার্জনের সুযোগের দাবি সরকারকে জানালে তাঁর কোনও উত্তর না পেয়ে অন্তরীণ আইন ভঙ্গ করেন। এই মামলায় সরকারের বিরুদ্ধে হাইকোর্ট তাঁর দাবির যৌক্তিকতা নীতিগতভাবে মেনে নিয়েছিল। ১৯৪০ খ্ৰী. বিপ্লবী ড. অতীন্দ্রনাথ বসুর সঙ্গে তাঁর বিবাহ হয়।
পূর্ববর্তী:
« রূপসউদ্দিন, মুন্সী
« রূপসউদ্দিন, মুন্সী
পরবর্তী:
রেবতীচরণ নাগ »
রেবতীচরণ নাগ »
Leave a Reply