রূপমঞ্জরী (১৭৭৫? –- ১৮৭৫?) কলাইঝুটি — বর্ধমান। নারায়ণ দাস। ব্যাকরণ, সাহিত্য ও চিকিৎসাশাস্ত্ৰে পণ্ডিত রূপমঞ্জরীর প্রথম শিক্ষাগুরু ছিলেন তাঁর পরম বৈষ্ণব পিতা। কন্যার অসাধারণ বুদ্ধি ও মেধার কথা বিবেচনা করে পিতা নিকটবতী এক বৈয়াকরণের গৃহে কন্যাকে রেখে ছেলেদের সঙ্গে একই টোলে ব্যাকরণ পড়ার ব্যবস্থা করেন। পিতারমৃত্যুতে গৃহে ফিরে শ্ৰাদ্ধাদি সমাপন করে তিনি আবার গুরুগৃহে ফিরে যান। ব্যাকরণ পাঠ শেষ করে তিনি সরগ্রাম-নিবাসী আচাৰ্য গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে সাহিত্য ও পরে চরক, সুশ্রুত ইত্যাদি জটিল চিকিৎসাশাস্ত্ৰ অধ্যয়ন করেন। চিকিৎসাশাস্ত্রে তাঁর নৈপুণ্যের জন্য বহু চিকিৎসক তাঁর কাছে চিকিৎসা-বিষয়ে উপদেশ নিতে আসতেন। ব্যাকরণ, নিদান, চরক ইত্যাদি অধ্যয়নের জন্য তাঁর কাছে বহু ছাত্রের সমাবেশ হত। তিনি পুরুষের মত মস্তক মুণ্ডন, শিখা ধারণ ও উত্তরীয় পরিধান করতেন। আজীবন অবিবাহিতা থেকে জ্ঞানের ও চিকিৎসা বিদ্যার সাধনা করে গেছেন। হটু বিদ্যালঙ্কার নামে তিনি সুপরিচিতা ছিলেন।
পূর্ববর্তী:
« রূপচাঁদ পক্ষী
« রূপচাঁদ পক্ষী
পরবর্তী:
রূপলাল নন্দী »
রূপলাল নন্দী »
Leave a Reply