রুদ্র ন্যায়বাচস্পতি, ভট্টাচাৰ্য (১৬শ শতাব্দী) নবদ্বীপ। শ্ৰীকৃষ্ণ ন্যায়বাগীশ। পিতামহ। — ভবানন্দ পণ্ডিত। বাঙলার এই বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত সাধারণ্যে ন্যায়বাচস্পতি বা বাচস্পতি নামে পরিচিত ছিলেন। বহু টীকা-গ্রন্থের রচয়িতা। তাঁর সর্বশ্রেষ্ঠ গ্রন্থঃ ‘অনুমানদীধিতি রৌদ্রী’। সিদ্ধান্তমুক্তাবলীর রৌদ্রী টীকাও বিশেষ উল্লেখযোগ্য। রচিত অপর টীকা-গ্ৰন্থ: ‘ভ্রমরদূত’ (খণ্ড কাব্য), ‘ভাবপ্রকাশিকা’, ‘কুসুমাঞ্জলির ব্যাখ্যা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« রিয়াসৎ আলি
« রিয়াসৎ আলি
পরবর্তী:
রুমানা রশিদ ঈশিতা »
রুমানা রশিদ ঈশিতা »
Leave a Reply