রাসসুন্দরী দেবী (১৮০৯ — ১৮৯৯) পাতাজিয়া–পাবনা। পদ্মলোচন রায়। ফরিদপুরের রামদিয়া গ্রামের সরকার পরিবারে ১২ বছর বয়সে তাঁর বিবাহ হয়। তাঁর রচিত ‘আমার জীবন’ গ্ৰন্থটি বিশেষ উল্লেখযোগ্য। তিনি নিজের পুত্রের সঙ্গে পড়তে শেখেন। ২৫ বছর বয়সে এবং লিখতে শেখেন ৫০ বছর বয়সে। যে সময় মেয়েদের লেখাপড়া শেখা দোষের বলে গণ্য হত। সে সময় নিজের চেষ্টায় বহু কষ্ট দীর্ঘদিন ধরে তিনি লেখাপড়া শিখেছিলেন। এ বিষয়ে তাঁর প্রেরণার উৎস ছিল তাঁর ধর্মপিপাসা — ধর্মপুস্তক পড়ার আগ্রহ। ‘আমার জীবন’ গ্ৰন্থটি তাঁর ৫৯ বছর বয়সে ১৮৬৮ খ্রী. প্ৰথম প্ৰকাশিত হয়। বইটিতে শুধু তাঁর জীবন নয়, সেকালের সমাজ ব্যবস্থা, বিশেষ মেয়েদের জীবনযাত্রা, অন্তঃপুরের বহু খুঁটিনাটি চিত্ৰ ফুটে উঠেছে। তিনি কবি ও গীতিকারও যে ছিলেন তার পরিচয়ও গ্রন্থটিতে পাওয়া যায়। তিনি তাঁর গ্রন্থের বিক্রয়লব্ধ অর্থ গৃহদেবতা মদনগোপালের মহোৎসরের জন্য ব্যয় করার ইচ্ছা জানিয়ে গেছেন। সঙ্গীত ও যাত্ৰা-পালাকার নীলরতন রায় তাঁর ভ্রাতা। কিশোরীলাল সরকার তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« রাসমোহন সার্বভৌম, মহামহোপাধ্যায়
« রাসমোহন সার্বভৌম, মহামহোপাধ্যায়
পরবর্তী:
রাস্তি শাহ্ »
রাস্তি শাহ্ »
Leave a Reply