রাসমোহন সার্বভৌম, মহামহোপাধ্যায় (১২৫১ — ১৩০৬ বঙ্গ) রুজদি–ঢাকা। ভৈরবচন্দ্ৰ বাচস্পতি। বিখ্যাত পণ্ডিত গোলকচন্দ্ৰ ন্যায়পঞ্চাননের নিকট তিনি সংস্কৃত পাঠ আরম্ভ করেন। পরে মিথিলায় গিয়ে ৮ বছর ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করে ‘সার্বভৌম’ উপাধি লাভ করেন। তিনি বারাণসীতে চতুষ্পাঠী স্থাপন করে ন্যায়শাস্ত্রের অধ্যাপনা করতে থাকেন। একবার সেখানে এক পণ্ডিতসভায় ন্যায়শাস্ত্রের বিচারে তিনি জয়লাভ করলে কাশ্মীরের মহারাজা সন্তুষ্ট হয়ে তাঁকে নিজ সভায় রাজপণ্ডিত পদে নিযুক্ত করেন। সেখানে তিনি প্ৰায় ৮ বছর ছিলেন। কিন্তু আমিষভোজী ছিলেন বলে সেখানে তাঁর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়ায় তিনি নিজ গৃহে ফিরে এসে চতুষ্পাঠী খুলে অধ্যাপনা শুরু করেন। ১৯০১ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিভূষিত হন। তিনি কোন গ্ৰন্থ রচনা করে যান নি।
পূর্ববর্তী:
« রাসমণি, রাণী
« রাসমণি, রাণী
পরবর্তী:
রাসসুন্দরী দেবী »
রাসসুন্দরী দেবী »
Leave a Reply