রাসমণি, রাণী (১৭৯৩ –- ১৯-২-১৮৬১) কোনা —চব্বিশ পরগনা। হরেকৃষ্ণ দাস। দরিদ্র কৃষিজীবী কৈবর্ত-পরিবারে জন্ম।–অসামান্য রূপবতী ছিলেন। ১৮০৪ খ্ৰী. কলিকাতার বিরাট ধনী প্রীতিরাম মাড়ের পুত্ৰ রাজচন্দ্রের সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৩৬ খ্রী. স্বামীর মৃত্যু হলে বিপুল সম্পত্তির অধিকারিণী হয়ে ধর্মেকর্মে অর্থব্যয় করেন। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরে কালীমন্দির প্রতিষ্ঠা। শূদ্রজাতীয়া ছিলেন বলে সেকালের পণ্ডিতেরা তাঁকে মন্দির প্রতিষ্ঠায় বাধা দিয়েছিলেন। ৩১-৫-১৮৫৫ খ্রী ঐ মন্দির প্রতিষ্ঠা করে রামকুমার চট্টোপাধ্যায়কে ঐ মন্দিরের পুরোহিত করেন। পরে রামকুমারের কনিষ্ঠ ভ্ৰাতা গদাধর (শ্ৰীরামকৃষ্ণ) পুরোহিত হন। তিনি অত্যন্ত তেজস্বিনী ও তীক্ষ্ণবুদ্ধিসম্পন্না ছিলেন। ইংরেজ সরকারের অন্যায়ের বিরুদ্ধে তিনি বহুবার সক্রিয়ভাবে প্ৰতিবাদ করেন। স্বামীর কাছে সামান্য লেখাপড়া শিখেছিলেন। গঙ্গায় মাছ ধরার অধিকার দরিদ্র জেলেদের তিনিই দিয়ে গেছেন। এর জন্য অনেক টাকা জমা দিয়ে গঙ্গায় বিদেশী বণিকদের স্টীমার চলাচল বন্ধ করেন। বিষয়বুদ্ধি ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য সিপাহী বিদ্রোহের সময় কোম্পানীর কাগজের কেনা-বেচায় তিনি ধনশালিনী হয়েছিলেন।
পূর্ববর্তী:
« রাসমণি
« রাসমণি
পরবর্তী:
রাসমোহন সার্বভৌম, মহামহোপাধ্যায় »
রাসমোহন সার্বভৌম, মহামহোপাধ্যায় »
Leave a Reply