রাসমণি (? — ৩১-১-১৯৪৬) বাহেরাতলি — ময়মনসিংহ। হাজং এলাকায় কৃষক-বিদ্রোহ দমনকারী মিলিটারীদের হাত থেকে কৃষকবধু সরস্বতীকে বাঁচাতে গিয়ে তিনি দায়ের আঘাতে একজন সৈন্যের দেহ মাথা থেকে বিচ্ছিন্ন করে দেন। পরে অন্য এক সৈন্যের গুলিতে বৃদ্ধ রাসমণি নিহত হন। সোমেশ্বর নদীর ধারে এই হাজং বিদ্রোহে শঙ্খমণি, রেবতী, নীলমণি, পদ্মমণি ও আরও অনেকে শহীদ হন।
পূর্ববর্তী:
« রাসবিহারী সেন, আদুবাবু
« রাসবিহারী সেন, আদুবাবু
পরবর্তী:
রাসমণি, রাণী »
রাসমণি, রাণী »
Leave a Reply