রাসবিহারী সেন, আদুবাবু (১৮৯০ — ৩০-৫-১৯৬৮) দিল্লী। ডা: হেমচন্দ্র। দিল্লীর বাঙালী সমাজে আদুবাবু নামে পরিচিত ছিলেন। চাদনীচকের খ্যাতনামা ঔষধ-ব্যবসায়ী। কাশ্মীরী গেটের স্কুল স্থাপন, অলিম্পিক কমিটি, খেলাধুলা প্রভৃতির উৎসাহী উদ্যোক্তা। তাঁর চেষ্টাতেই মূক-বধিরদের বিদ্যালয় লেডি নয়েস স্কুল স্থাপিত হয়। রাজনীতিতে অ্যানি বেশাস্তের অনুগামী ছিলেন এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। সুভাষচন্দ্রের চেষ্টায় ১৯২৩ খ্রী. অমৃতসর কংগ্রেসে বেঙ্গল ক্যাম্পের তত্ত্বাবধানের ভার নিয়েছিলেন। চিত্তরঞ্জন, লালা লাজপত প্রভৃতির সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। ১৯২৫ খ্রী. রাজনীতি ত্যাগের পর থেকে বহু বছর প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন ও অন্যান্য ধরনের সাহিত্য চর্চায় অংশগ্রহণ করেন। দিল্লী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় তাঁর অবদান আছে।
পূর্ববর্তী:
« রাসবিহারী মুখোপাধ্যায়
« রাসবিহারী মুখোপাধ্যায়
পরবর্তী:
রাসমণি »
রাসমণি »
Leave a Reply